Daily Gazipur Online

অনসাম্বল থিয়েটারের ৩ দিন ব্যাপি যুগপূর্তি নাট্যোউৎসব সমাপ্ত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ এর আয়োজন ৩ দিন ব্যাপি যুগপূর্তি নাট্যোউৎসব সমাপ্ত হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলিত করে ফানুস ও আতস ফুটিয়ে জমকালো কর উৎসব উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরজু পারভেজ। অতিথি হিসেবে ছিলেন বাংলার মুখ এর সাধারণ সম্পাদক অধ্যাপক দিলরুবা পারভীন, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এ এইচ এম খায়রুল বাসার, রুপসী বাংলা’র নির্বাহী পরিচালক আবুল হোসেন।
ময়মনসিংহে কাচারি ঘাট অনসাম্বল থিয়েটার মুক্তমঞ্চে গত ১৪.১১.২০১৯ থেকে ১৬.১১.২০১৯ বৃত্ত ভাঙ্গার চিত্ত গড়ি নিত্য এই শিরোনাম এ অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ এর আয়োজন ৩ দিন ব্যাপি যুগপূর্তি নাট্যোউৎসব অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপি এই আয়োজন ময়মনসিংহ ও ঢাকার মোট ৭ টি নাটক পরিবেশিত হয়। ময়মনসিংহ এর বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের প্রানবন্ত উপস্থিতি এই আয়োজনকে সমৃদ্ধ করে তোলে। ৩দিন ব্যাপি এ আয়োজনে প্রথম দিন ছিল মুক্তবাক থিয়েটার ময়মনসিংহ এর নাটক ‘কি চাহ শঙ্খচিল’, রচনা মমতাজ উদ্দিন আহমেদ,নির্দেশনা হাসিবুর রহমান তুষার। অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ এর নাটক বিরাঙ্গনার বয়ান, রচনা ও নির্দেশনা রওশন জান্নাত রুশনি, সহ: নির্দেশনা : আবুল মনসুর। দ্বিতীয় দিন (১৫.১১.২০১৯) ম্যাড থিয়েটার, ঢাকার নাটক নদ্দিউ নতিম, গল্প : হুমায়ুন আহমেদ, নাট্যরুপ ও নির্দেশনা : আসাদুল ইসলাম। থিয়েটার সংলাপ, ময়মনসিংহ এর নাটক : মদন ডাক্তার রিমান্ডে নির্দেশনা পিসি লিটন। অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জিকেপি,ময়মনসিংহ নির্বাহী পরিচালক ড. সিরাজুল ইসলাম। সমাপনী পরিবেশনা (১৬.১১.২০১৯) মুক্তমঞ্চ নির্বাক দল গাজীপুরের মূকাকাভিনয় : নকশা মুকাভিনয় রি-এ্যাকশান, মূল মাইম হাসান, নির্দেশনা :শহীদুল হাসান শামীম। নাট্যভূমি টঙ্গীর নাটক মধ্যানুষ, রচনা রোমেল রহমান, নির্দেশনা শাজাহান শোভন। রঙ্গভূমি থিয়েটার, ময়মনসিংহ এর নাটক জননীজন্মভূমি রচনা আসমা আক্তার লিজা, নির্দেশনা : আনিসুজ্জামান হাসান। অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, বঙ্গবন্ধু পরিষদ,ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম । মোসলেম ফাউন্ডেশন ও সোসাল ইউনিটি ফর নার্সিং (সান) এর সহযোগীতায় অনসাম্বল থিয়েটার তিন দিন ব্যাপি এই য্গু পুর্তি উৎসব আয়োজন করে।