মনির হোসেন জীবন, বিশেষ প্রতিনিধি : রাজধানী তুরাগের উত্তরা মেট্রোরেল উত্তর ও উত্তরা স্টেশনসহ আশপাশের এলাকায় সরকারি পরিত্যক্ত খালি জমি দখল করে গড়ে উঠে অবৈধ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে ডিয়াবাড়ি মেট্রোরেল সীমানায় অবৈধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান অস্থায়ী স্হাপনা গুলো অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে। যার কারনে বিভিন্ন স্হানে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ অনৈতিক কার্যকলাপ দিন দিনে বেড়েই চলছে। খবর সংশ্লিষ্ট ও একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।
স্হানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, এই সব অবৈধ দোকান পাটেের কারণে তুরাগের মেট্রোরেল এলাকাসহ আশপাশ এলাকায় নানাবিধ অপরাধ মূলক কর্মকাণ্ড আগের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পাল্লা দিয়ে বেড়েই চলছে- চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ও অনৈতিক কার্যকলাপ। এলাকাবাসী ও জনমনে প্রশ্ন! সরকারি পরিত্যক্ত বিপুল পরিমান জমি তুমি কার! রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউকের) নাকি ব্যক্তি মালিকানার।
সংশ্লিষ্ট বলছে, এখ্যাত থেকে প্রতিমাসে লাখ লাখ চাঁদা তোলা হয়। এই মোটা অঙ্কের টাকা রাজউক, সিটি কর্পোরেশন, দলীয় প্রভাবশালী কতিপয় নেতা স্হানীয় প্রশাসনের লোকজন ভাগ পায়। জনমনে একটাই প্রশ্ন? এত টাকা কোথায় যায়। কে খায় এই টাকা। তুরাগের মেট্রোরেল স্টেশনকে ঘিরে কয়েকশত দোকানপাট রাতারাতি গড়ে উঠেছে। মাঝে মাঝে রাজউক কর্তৃপক্ষ উচেছদ অভিযান চালায়। সকালে দোকানপাট ভাংলে পর দিন আগের অবস্হায় চলে যায়। এই নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি এখন দেখার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। খবর সংশ্লিষ্ট একাধিক তথ্য সূত্রের।
আজ শনিবার বিকেলে বৃষ্টির মধ্যে সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তরা মেট্রোরেল উত্তর স্টেশন সংলগ্ন এলাকার পূর্ব ও পশ্চিম পাশে খালি মাঠে অসংখ্য দোকান পাট ও স্হাপনা রাস্তার পাশে এবং মোড়ে মোড়ে গড়ে তোলা হয়েছে। তার মধ্যে রয়েছে- বিভিন্ন রকমারি খাবারের দোকান, খেলনা পাতি, নৌকা, নাগর দোলা ও লেকের পানিতে রয়েছে বোট। শুক্র ও শনিবার এখানে বিনোদন প্রেমিকদের আনাগোনা কয়েক গুণ বেড়ে যায়। এখানে বেশ কয়েকটি দামি খাবারের হোটেল- ফাস্টফুড এর দোকান রয়েছে। সপ্তাহে দু’ একদিন এসব স্হানে নাচ গানের আসর বসে। মাঝে মাঝে পা ফেলার জায়গা ও থাকে না। সন্ধ্যা কিংবা রাতের বেলায় এখানে নামি-দামি গাড়ি, প্রাইভেট ও মোটরসাইকেলের অবাধ চলাফেরা করতে দেখা যায়। মাঝে মাঝে স্হানীয় বাসিন্দা ও ঘুরতে আসা বিনোদন প্রেমীরা ছিনতাইকারীদের কবলে পরে সর্বত্র হারাচ্ছে। তবে, মৌসুমি ছিনতাইকারী, বখাটে যুবক ও অপরাধীরা শিকারের আশার রাত দিন ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই তারা কমান্ডো স্টাইলে ছিনতাই করে কৌশলে দ্রুত গতিতে অন্যত্র পালিয়ে যায়।
স্হানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক ও একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, বর্তমানে মেট্রোরেল এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অনৈতিক কার্যকলাপ আশংকা জনক হারে বেড়েছে। ছিনতাইকারীদের ভয়ে অনেকেই তাদের সামনে যেতে সাহস পায় না। রিকসায় আসা যাওয়ার সময় ছিনতাই হয় বেশি। অপরাধীরা মোটরসাইকেল ও প্রাইভেটকারে ঘুরে বেড়ায়। ওরা উঠতি বয়সের যুবক, ওদের হাতে থাকে আগ্নেয়াস্ত্র, ধারালো চাপাতি, ছুরি ও স্ল্যইচ গিয়ার। এতে করে আমরা ব্যবসায়ীরা অনেকটাই শঙ্কিত।
এবিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা এসব বিষয়ে লিখিত কোন অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো। তবে, আমাদের টহল টীম মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা দিতে তুরাগের মেট্রোরেল ডিয়াবাড়ি এলাকাসহ পুরো থানা এলাকায় দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সরকারি জমিতে কোন ধরনের দোকান পাট ও স্হাপনা আমরা গড়তে দিবো না। ইতিপূর্বে তুরাগের ডিয়াবাড়ি মেট্রোরেল এলাকায় অবৈধ স্হাপন গুলো পর্যায়ক্রমে রাজউকের মাধ্যমে উচেছদ করা হয়েছে। আশা করি এটি আগামীতে ও অব্যাহত থাকবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউকের) এক কর্মকর্তা জানান, কিছু দিন আগেও আমরা ম্যাজিষ্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে অবৈধ স্হাপনা ও বসতি গুলো ভেঙে দিয়েছি। অভিযোগ পেলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবো।
এব্যাপারে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), সেনাবাহিনীর প্রধান, র্যাব (rab) ডিজি, গোয়েন্দা পুলিশ (ডিবি), ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ও রাজউকসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তুরাগ এলাকাবাসী।
অপরাধীদের আখড়া: তুরাগের মেট্রোরেল এলাকার অবৈধ দোকানপাট
