অভিনব কায়দায় শ্রমিক ছাঁটাই করছে গার্মেন্টস মালিকরা

0
165
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :করোনা মহামারীর মধ্যে দেশের বহু গার্মেন্টস মালিক অভিনব কায়দায় শ্রমিকদের ছাঁটাই করছে বলে অভিযোগ করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার।
আজ ২২ জুলাই ২০২০ইং বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড তাদের শতশত শ্রমিককে জোরপূর্বক ৩ মাসের ছুটির কাগজে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শ্রমিকদের আইনগত পাওনাদি পরিশোধ না করে চতুরতার সাথে তাদেরকে ছুটির মাধ্যমে ছাঁটাই করা হয়েছে।”
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, “আশুলিয়ার অনন্ত গার্মেন্টসে ১-১৭ বছরের পুরোনো শ্রমিকদের পুনরায় জয়েনিং লেটার দেওয়া হচ্ছে। অনেকের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকরা যাতে তাদের দীর্ঘ চাকুরী জীবনের আইনগত সুযোগ-সুবিধা পেতে না পারেন সেজন্য এই অভিনব প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “আমরা সরকার, বিজিএমইএ ও গার্মেন্টস মালিকদের আহ্বান জানাই, এ অভিনব কায়দায় অসহায় শ্রমিকদের সাথে প্রতারণা বন্ধ করুন। এতবছর এই নিরীহ শ্রমিকদের ঘামের টাকায় আপনারা আজ এত সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তাদের এই বিপদের সময় তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো যেভাবে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে তা অমানবিক।”
মোঃ বাহারানে সুলতান বাহার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here