Daily Gazipur Online

আংটি বদল করলেন আফ্রি

ডেইলি গাজীপুর বিনোদন: শুক্রবার সন্ধ্যায় বাগদান সারলেন মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা। তিনি জানান, তার মায়ের পছন্দেই সবকিছু হয়েছে। পাত্র হৃদয় খান পেশায় একজন ব্যবসায়ী। শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরার আফ্রির নিজ বাসায় এক ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হয় তাদের। চলতি বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আফ্রি।