ডেইলি গাজীপুর প্রতিবেদক : নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গী বাজার আশরাফ সেতু মার্কেটের সামনে সকাল থেকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে টঙ্গী বাজার, টঙ্গী ষ্টেশন রোড,চেরাগআলী মার্কেট, টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট টঙ্গী বাজার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন টঙ্গী ষ্টেশন রোড, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ চেরাগআলী মার্কেট, এছাড়া টঙ্গী কলেজ গেট এলাকায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, “বিএনপি জনগণের দল। আমরা কোনো অন্যায় বা জুলুমের কাছে মাথানত করব না। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে রাজপথেই আমাদের শেষ লড়াই চলবে।”
অবস্থান কর্মসূচি চলাকালে টঙ্গী এলাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন।
আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে টঙ্গীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি
