Daily Gazipur Online

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে টঙ্গীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গী বাজার আশরাফ সেতু মার্কেটের সামনে সকাল থেকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে টঙ্গী বাজার, টঙ্গী ষ্টেশন রোড,চেরাগআলী মার্কেট, টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট টঙ্গী বাজার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন টঙ্গী ষ্টেশন রোড, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ চেরাগআলী মার্কেট, এছাড়া টঙ্গী কলেজ গেট এলাকায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, “বিএনপি জনগণের দল। আমরা কোনো অন্যায় বা জুলুমের কাছে মাথানত করব না। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে রাজপথেই আমাদের শেষ লড়াই চলবে।”
অবস্থান কর্মসূচি চলাকালে টঙ্গী এলাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন।