Daily Gazipur Online

আজ গাজীপুর জেলার জন্মদিন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ০১ মার্চ। গাজীপুর জেলার জন্মদিন। ১৯৮৪ সালের আজকের দিনে গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে গাজীপুর জেলা বি ক্যাটাগরির জেলা থেকে বিশেষায়িত জেলায় উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রথম দুই মেয়াদে ইতোমধ্যে এ জেলায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে ২০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে। উন্নয়নের এ ধারার প্রেক্ষিতে ২০২১ সালের মধ্যেই এ জেলা মধ্যম আয়ের দেশের যে লক্ষ্যমাত্রা তা ছাড়িয়ে যাবে। গাজীপুরকে ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে দেখতে জেলা প্রশাসক, গাজীপুর ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সকলের সহযোগিতা কামনা করেন করেছেন।