Daily Gazipur Online

আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

ডেইলি গাজীপুর প্রতিবেদক:  আজ থেকে শুরু হচ্ছে বাঙালির চেতনার প্রতীক অমর একুশে বইমেলা। ইতিমধ্যে সব আয়োজন চূড়ান্ত হয়েছে। শুক্রবার পহেলা ফেব্র“য়ারি ভাষার মাস শুরুর দিন, শুরু হবে বাংলা ও বাঙালির চেতনার প্রতীক অমর একুশের বই মেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে এই মেলার আয়োজন চূড়ান্ত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
প্রকাশকদের স্টল নির্মাণও প্রায় শেষ। উদ্বোধনের দিনেই বেশিরভাগ স্টল প্রস্তুত হয়ে যাবে। মেলার পরিধি এবার আগের চেয়ে বেড়েছে। লেখক-প্রকাশক, দর্শনার্থীদের নিরাপত্তায় এবার সমন্বিত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা দেখতে বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি বলেন, মেলা প্রাঙ্গন ও এর আশপাশের এলাকার প্রতিটি ইঞ্চি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে।
পরে বই মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও বই মেলায় নজরদারি বাড়িয়েছে।
বই মেলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বলে জানান তিনি।