Daily Gazipur Online

আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার :৬টি অটোরিকশা উদ্ধার

হলধর দাস : নরসিংদী পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে আন্ত:জেলা অটোরিক্সা চোর দলের তিন চোর আটক সহ ৬টি অটোরিক্সা ও অটোরিক্সার অন্যান্য মালামাল উদ্ধার করেছে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো- (১) বাছির মিয়া (২৩), পিতামৃত-
সেলিম মিয়া, সাং- পাতাঘাট, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, (২) তারেক মিয়া (২২), পিতামৃত- জজ মিয়া, সাং- বাড়ৈওগাও, থানা-শিবপুর, (৩) জাহাঙ্গীর আলম মামুদ (৫৫), পিতামৃত-রমিজ উদ্দিন, সাং- দিঘাকান্দি, থানা- মনোহরদী, উভয়জেলা- নরসিংদী। এব্যাপারে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) ও জেলা পুলিশ, নরসিংদী’র মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম
স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞতিতে জানান, গত ০১/১১/২০২০ তারিখ বাদী জাকির হোসেন (৪৩) পুলিশ সুপার নরসিংদী কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন যে, তিনি একটি অটোরিকশা বাছির মিয়া নামে এক লোককে ভাড়ায় দেয় এবং কিছুদিন চালানোর পর ২৮/১০/২০২০ খ্রিঃ তারিখ হতে অটোরিকশাসহ বাছিরকে পাওয়া যাচ্ছে না।
বাদীর অভিযোগের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান আসামী শনাক্ত করেন এবং ০১/১১/২০২০ খ্রিঃ তারিখ রাত ১০টায় বাদীসহ শিবপুর মডেল থানাধীন সিএনবি বাজার এলাকায় অভিযান চালিয়ে বাছির মিয়াকে আটক করে এবং তার তথ্যের ভিত্তিতে মনোহরদী থানাধীন নারান্দি এলাকা হতে চোরাই যাওয়া অটোরিকশা উদ্ধারসহ ৬ টি অটোরিকশা ও ৬ টি ব্যাটারী, ৮ টি চার্জার উদ্ধার করে এবং ৩ জন আসামী গ্রেফতার করেন।
তিনি আরো জানান, আসামীরা অভিনব প্রক্রিয়ায় কখনো চালক সেজে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করে, কখনো ড্রাইভারকে অজ্ঞান করে, কখনো ড্রাইভারকে মারপিট করে অটোরিকশা চুরি/ছিনতাই করে থাকে। তারা নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলা হতে অটোরিকশা চুরি করে গাড়ির রং বদলিয়ে বিক্রি করে আসছিল।