Daily Gazipur Online

আবরার হত্যার দ্রুত বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কে আকাশ,পাবনা প্রতিনিধি: বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তি কার্যকরের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। এসময় সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, আবরারকে এভাবে পিটিয়ে যারা হত্যা করেছে তারা মেধাবী ছাত্র হলেও, মানুষ না। কারণ কোনো মানুষ এভাবে নির্মমভাবে কাউকে পিটিয়ে হত্যা করতে পারে না। এসময় নেতৃবৃন্দ এই ঘটনায় জড়িতদের বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়াও নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি এবং পাবনা জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের মহিষের ডেপু থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে যাবার পথে পুলিশের বাধার সম্মুখিন হয়।
এসময় পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা ছাদ্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাকিল মাহমুদ শিমুল, একে ইমরান মানিক, সহ-সম্পাদক রুমন আক্তার, সাজ্জাদুল ইসলাম, গোলাম মাহমুদ সুজন, মো. সাইদুল ইসলাম, পাপ্পু, আতিয়ার, তুহিন, রিয়াদ, অনিক, আসাদ, আহাদ, মুরাদ, সুমনসহ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।