Daily Gazipur Online

আবরার হত্যার বিচার দাবিতে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ

সাহানুর রহমান,রংপুর: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেরোবি ক্যা¤পসের সামনে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।প্রসঙ্গত, রোববার রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দোতলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে তাকে পিটিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। ছাত্রলীগের কয়েকজননেতাকর্মী আবরারকে পিটিয়ে হত্যা করেছে।