Daily Gazipur Online

আমাদের পৃথিবী ফিরিয়ে দাও

– শতাব্দী আলম

আমাদের পৃথিবী ফিরিয়ে দাও
করোনাময় পৃথিবী আমার না

বন্ধুকে আলিঙ্গণ করবো কতোদিন হলো দেখানেই
জনমানবহীন রাজপথে নিরবতা ভাঙুক যানবাহনের হর্ণ
পার্কের ছায়া কেমন মৃয়মাণ
ক্লান্ত পথিক প্রেমিক যুগল অথবা একজন হকারও নেই।

আমাদের পৃথিবী ফিরিয়ে দাও
করোনাময় পৃথিবী আমার না-
ব্যাংককে পাতায়া বীচে বেড়াবো
তাজমহলের সামনে বেদীতে প্রেমিকার কোমড় জড়িয়ে ছবি তুলা হয়নি
কাশ্মিরের ডাল লেকে নৌকায়
মালেশিয়ার গ্যাংটকে ক্যাবল কারে
ভেসে বেড়াতে কার না ভালো লাগে।

আমাদের পৃথিবী ফিরিয়ে দাও
করোনাময় পৃথিবী আমার না-
অপেক্ষায় রয়েছে বেয়ারগ্রীল বণে জঙ্গলে এডভেঞ্চার করবো
কক্সবাজার সৈকতে ডলফিনগুলো কেমন নিঃসঙ্গ
বসন্ত অর্থহীন ঝড়ে গেলো
একটি গোলাপও শোভা পায়নি প্রেমিকের হাতে।