Daily Gazipur Online

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

মো. শাজাহান খান: আরব আমিরাত থেকেঃ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)”র উদ্যোগে দুবাইয়ের বিখ্যাত মুশরিফ পার্কে এক জমজমাট বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয় দিনব্যাপী।
প্রসাসের নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মান্নান ও নাছিম উদ্দীন আকাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ফকির মুহাম্মদ মোনাওয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রসাসের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নূরুল আবছার আবছার তৈয়বী, অনুষঠানের আহবায়ক মাহবুব হাসান হৃদয়,দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সউদি রিপোর্টার্স এসোসিয়েশানের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, দুবাই বিজনেস কাউন্সিলের সহ সভাপতি মাহবুব আলম মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ, ইউএই আওয়ামীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন, দুবাই আওযামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, ব্যবসায়ী মফজল আহমদ, সারজা বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক মোস্তাফা মাহমুদ, কমিউনিটিনেতা মাহাবুবুল আলম মানিক, মোহাম্মদ জাকির, মোহাম্মদ শওকত মোল্লা মোজাহের উল্লাহ মিয়া, নুরুল আলম, জাহেদ চৌধুরী ,হাজী শফিকুল ইসলাম,শাহাজাহান মিয়াজি, এস এম কামাল, মাজাহার ইসলাম মাহাবুব, প্রকৌশলী ইকবাল,জনতা ব্যাংকের দুবাই ব্যাবস্থাপক মোহাম্মদ আবদুল মালেক, আবুধাবী জনতা ব্যাংকের ব্যাবস্থাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক, কবি মোহাম্মদ মুসা, লেখক জাফর উদ্দিন ভূঁইয়া, কবি মির্জা মু: আলী, কবি জহির উদ্দিন, কাউসার নাছ নাছের, মোহাম্মদ সাইফুদ্দীন, মহিন উদ্দিন মহিন, শেফালী আকতার আখি, ইমাম হোসেন জায়েদ পারভেজ, নাছের উল্লা নাছের, দিপক চন্দ্র শীল, আমিরাত গাউছিয়া কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব জানে আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসীন, ব্যবসায়ী আবুল হাশেম, ব্যবসায়ী ওসমান তালুকদার প্রমুখ।
বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ নূরুল আবচার তৈয়বী, মাহাবুব হাসান হদয়, মোহাম্মদ ছালাহউদ্দিন, ইকবাল বকুল, মহিন উদ্দিন মহিন গিয়াস উদ্দিন,ইকবাল বকুল, মঈনুল হোসেন, মো.নূরুল্লাহ খান শাজাহান, আরিফ সিকদার বাপ্পী , মোহাম্মদ সালাউদ্দীন, গিয়াস উদ্দীন সিকদার, সোহরাব হোসেন টুটুল, মাইন উদ্দীন প্রমুখ সহ অনেকে। অনুষ্ঠান মালায় ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।