Daily Gazipur Online

আরেকটি শৈত্যপ্রবাহ আসছে!

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মাঘের শীত বাঘের গায়ে’ বলা হয়ে থাকলেও এবারের মাঘ মাসে এসে শীত হারিয়ে গেছে অনেকটাই। এ মৌসুমের শীত চলে গেছে বলে মন্তব্য করছেন অনেকেই। অথচ আজ মাঘ মাসের ১৫ তারিখ। তবে আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর সেই শৈত্য প্রবাহে আবার জেঁকে বসবে শীত। এই শৈত্য প্রবাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শৈত্য প্রবাহটি চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তখন দেশের উত্তরবঙ্গসহ দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্য প্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’ সেই শীতই মৌসুমের শেষ শীত হবে জানিয়ে তিনি যোগ করেন, ফেব্রুয়ারির ওই শৈত্য প্রবাহের পর আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। সেই হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।