Daily Gazipur Online

আর্থিক সহায়তা দিলেন ত্রিশাল থানা পুলিশ

এনামুল হক,ত্রিশাল : দৈনন্দিন কাজ ছাড়া যাদের অন্ন জোটে না এমন অসহায় ও দুস্থ্য মানুষকে আর্থিক সহায়তা দিয়েছেন ত্রিশাল থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা সদরে নিম্ন আয়ের বিপাকে পড়া দরিদ্র অসহায়দের খোঁজে খোঁজে আর্থিক সহায়তা প্রদান করেন ত্রিশাল থানা পুলিশ।
করোনা ভাইরাস চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারন করেছে ।বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আজ বাংলাদেশও। ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় সব সড়কে যানবাহন চলাচলও বন্ধ।
শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলও কার্যত ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ঘর থেকে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এসব নিম্ন আয়ের ও হতদরিদ্রদের আর্থিক সহায়তা দিয়েছেন ত্রিশাল থানা পুলিশ।