Daily Gazipur Online

আর্সিয়া বি.এম.কলেজে পালিত হল দেবী সরস্বতীর পূজা

সাহানুর রহমান, রংপুর : হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের আর্সিয়া বি.এম.কলেজে প্রতিবারে ন্যায় বিশাল উতসাহ ও উদ্দিপনা সহকারে সরস্বতী পূজা উদযাপন করা হয়।হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এটি একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব।শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।আর্সিয়া বি.এম.কলেজের সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।অতি প্রত্যুষে অত্র কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে এবং কলেজের ম্যানেজিং কমিটি সহ দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি দেয়ার প্রচলন আছে। কলেজের এ পূজাকে উপলক্ষ্য করে সকল শিক্ষ-কর্মচারী উপস্থিত ছিলেন।অত্র কলেজের অধ্যক্ষ ধনজ্ঞয় কুমার রায় বিপুল বলেন,আমরা প্রতিবারের ন্যায় এ সরস্বতী পুজার আয়োজন করে থাকি।