আলীকদমে সরকারি উন্নয়ন মূলক কাজে ল্যান্ড ক্রুজারের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
193
728×90 Banner

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় নির্মাণাধীন সড়কে কাজে নিয়োজিত শাহেদ মিয়া (২৮) নামের এক নির্মাণ শ্রমিক সড়ক দুর্ঘটনায় হয়েছে। নিহতের পিতার নাম লেদু মিয়া এবং দেশের বাড়ি বাইন্নাছড়া হারবাঙ্গে।
নিহত শাহেদ মিয়া আলীকদম পান বাজার টু কলার ঝিরি রাস্তার নির্মাণ কাজে যৌথটিকাদার এম.কপিল উদ্দীন,মোঃ নাছির ও বক্করের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
উল্লেখ্য আলীকদম উপজেলা দিনব্যাপি আজ পরিবহন ধর্মঘট চলছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কাজ করার সময় সড়কটি বন্ধছিল কিছুসময়ের জন্য এসময়ে ঐ রাস্তা দিয়ে যাওয়া একটি ল্যান্ড ক্রুজার নির্মাণাধীন রাস্তার ধুনাভর্তি পিকআপ ভ্যানকে সাইট দিতে বলে সেসময়ে পিকআপটি সাইট দেওয়া মাত্র ল্যান্ড ক্রুজারটি ডান-বাম না দেখে টান দিলে নির্মাণ শ্রমিকটি নিজেকে সরানোর সুযোগ না পেয়ে ল্যান্ড ক্রুজারটি তলে পড়ে যায়। এবং ল্যান্ড ক্রুজারটি তাকেসহ পাশের ভুট্টা ক্ষেতে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এবং এই ঘটনায় নিহত শাহেদসহ আরেক জন আহত হয়েছে বলে জানা যায়।
এদিকে আলীকদম উপজেলা থানা তদন্ত কর্মকর্তা কানন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন নিহতকে ময়না তদন্তের জন্য বান্দরবানের পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here