Daily Gazipur Online

ইউএনও আসার খবরে বাবা-মেয়ে উধাও

মাসুদ রানা পলক, ঠাকুরগাও: ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে বড়গাঁও গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শুক্রবার রাতে বাল্যবিবাহের খবর পেয়ে বিয়ে বন্ধ করতে ছুটে যান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার আসার খবর পেয়ে মেয়েকে নিয়ে পালিয়ে যান বাবা। বিয়ে বাড়িতে পৌঁছার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পরিবারের কাউকে না পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় বিয়ে বাড়ির প্যান্ডেল অপসারণ করেন। এলাকাবাসীকে বাল্যবিবাহ রোধে রুখে দাঁড়াতে আহ্বান জানান তিনি।
বড়গাঁও ইউনিয়ন চেয়ারম্যান প্রভাত কুমার সিং বলেন, বড়গাঁও গ্রামে ইউএনও এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার কাজ করে যাচ্ছি। মেয়ের বাবা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।