Daily Gazipur Online

ইএসডিও কর্তৃক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে অতিদরিদ্র খানায় নগদ আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অতিদরিদ্রদের দারিদ্রতা চিরতরে নিরসনের লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) Pathways to Prosperity For Extremely Poor People (PPEPP) বা প্রসপারিটি শীর্ষক প্রকল্পটি সংস্থা ৫টি জেলার ১২ টি উপজেলার ৭৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।
বাংলাদেশে বিগত ৮ মার্চ ২০২০ তারিখে কভিড ১৯ এর সংক্রমণ ধরা পড়ে যা পরবর্তীতে দেশব্যাপি ছড়িয়ে পরে। কভিড ১৯ এর সংক্রমন রোধে বাংলাদেশ সরকার বিগত ২৫ মার্চ ২০২০ হতে সাধারন ছুটি ঘোষনা করে এবং মানুষের চলাচল রোধে বিভিন্ন এলাকা লকডাউন করে। এর ফলে সকল খাতে একটি বিরুপ পরিস্থিতির সৃষ্টি হয় এবং বাংলাদেশের অর্থনীতিতে একটি চরম সংকট দেয়া দেয়।
কভিড-১৯ দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রসপারিটি প্রকল্পের আওতায় জরুরী সহায়তা কার্যক্রমটি পাইলটিং হিসেবে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ৪টি ইউনিয়নে ( রহিমানপুর, জগন্নাথপুর, নারগুন এবং বালিয়া) ইউনিয়নে মোট ৫৯১ জন এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে ৫৪৭৮ জনসহ মোট ৬০৬৯ জন চিহ্নিত অতিদরিদ্র খানা সমুহকে চরম খাদ্য সংকট মোকাবেলা করার জন্য অস্থায়ী ভিত্তিতে জরুরী সহায়তা প্রদান করা হচ্ছে। প্রথম পর্যায়ে প্রতিজন অতিদরিদ্র সদস্যকে ৩ হাজার টাকা হিসেবে মোট ১ কোটি ৮২ লক্ষ ৭ হাজার টাকা এজেন্ট ব্যাংকিং বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।
এই প্রেক্ষিতে আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চিহ্নিত ১২১ জন অতিদরিদ্র খানাকে এজেন্ট ব্যাংকিং বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করে কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নুর কুতুবুল আলম, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ সাইয়েদা সুলতানা উপ-পরিচালক,জেলা সমাজ সেবা কার্যালয, ঠাকুরগাঁও,জনাব আবুল কালাম আজাদ, সহকারি মহাব্যবস্থাপক (কার্যক্রম),পিকেএসএফ-ঢাকা এবং জনাব মোঃ মনসুর আলী,সভাপতি প্রেস ক্লাব,ঠাকুরগাঁও। উদ্বোধনী এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব ড.মুহম্মদ শহীদ উজ জামান।