ঈদে জাতীয় ঈদগাহে থাকছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

0
217
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য ঈদের জামাতকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল সোমবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আছাদুজ্জামান মিয়া জানান, এবারে মুসল্লিরা ঈদগাহে কেবল জায়নামাজ নিয়ে প্রবেশ করতে পারবেন। বৃষ্টির সম্ভাবনা থাকলে প্রয়োজনে ছাতা নিয়েও প্রবেশ করা যাবে। কিন্তু গাড়ি প্রবেশের অনুমতি থাকবে না। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এই এলাকার ভেতরে গাড়ি নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। চেকপোস্টে সবার শরীর তল্লাশি, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির মাধ্যমেই ঈদ্গাহে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর বাইরেও এই চেকপোস্টের বাইরে আমাদের একটা আর্চওয়ে থাকবে, সেখানেও তল্লাশি করা হবে। মোট তিন দফা তল্লাশির পরেই কেউ ঈদগাহে আসতে পারবে। আমরা রাত দিন কাজ করছি। এবারে ঈদ জামাত তদারকির জন্য ঈদগাহ ময়দানের চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি। স¤প্রতি বিশ্বব্যাপী বিভিন্ন ধর্মীয় স¤প্রদায়ের উপাসনালয় ও প্রার্থনাস্থলে একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশে ঈদ ঘিরে কোনো প্রকার হুমকির বিষয় আছে কিনা জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো সুস্পষ্ট হুমকি নেই। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাসহ বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজন আছে। সার্বিক বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীজুড়ে সর্বোচ্চ সর্তকতা অবস্থায় থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here