Daily Gazipur Online

ঈশ্বরদীতে জাতীয় সাংবাদিক সোসাইটির আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন লায়ন এডভোকেট এম এ মজিদ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী: নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অভাব হলে সমাজ দুর্নীতি, অনাচার ও নিরাপত্তাহীনতায় ভরে যেত – মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এডভোকেট এম এ মজিদ।
গতকাল ১৮ জুন ২০২৫ বুধবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদ পরবর্তী দেশব্যাপী সফরের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জোয়ার্দ্দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান এডভোকেট ড. শিব্বির আহমদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের অন্যতম কর্ণধার ও আপিল বিভাগের সিনিয়র এডভোকেট ইব্রাহিম মোল্লাহ, আপীল বিভাগেরএডভোকেট মো. আজীম উদ্দিন এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আসমা আহমেদ।
প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল সুপ্রিম কোর্টসহ সারাদেশে সদস্যদের আইনি সহায়তা প্রদান করছে। ফলে নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের কোনো বাধা নেই।
আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাজশাহী বেতারের শিল্পী নূর মোহাম্মদসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন, যা উপস্থত অতিথি ও দর্শকশ্রোতাদের মুগ্ধ করে।