উত্তরায় অনৈতিক লাভের গুড় খাচ্ছে বিআরটিএ

0
101
728×90 Banner

মোঃ রফিকুল ইসলাম মিঠু: রাজধানী উত্তরার বিভিন্ন ফুটপাতে ট্রেনিং সেন্টার খুলে ফিটনেসহীন গাড়ি ও অদক্ষ প্রশিক্ষক দিয়ে শেখানো হচ্ছে ড্রাইভিং। শুনতে অবাক লাগলেও বছরের পর বছর রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো অনুমোদনহীন ট্রেনিং সেন্টার চালু থাকলেও অনৈতিক লাভের গুড় খাওয়ায় চুপ উত্তরা বিআরটিএ ।
অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকার ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে অনুমোদনহীন অনেক ড্রাইভিং স্কুল। এ সকল প্রতিষ্টানের পরিচালকরা কেউ গাড়ির মেকানিক কেউ-বা অন্য পেশার। শুধু তাই নয় অনুমোদনহীন এসব স্কুলে টাকা দিলেই মিলে ড্রাইভিং লাইসেন্স। প্রকাশ্যে এমন অপকর্ম করে আসলেও চোখে পড়ে না বিআরটিএ ট্রাফিক বিভাগের।
এ বিষয়ে বিআরটিএ পরিচালক মইনউদ্দিন আহমেদের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।বিআরটিএ সার্কেল ৩ এর উপ-পরিচালক কাজী মোহাম্মদ মোরসালিন কোন প্রকার মন্তব্য করেননি।অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আপনাদের কাছে কোনো তালিকা আছে? তাহলে আমাদের দেন আমরা ব্যবস্থা গ্রহণ করব। প্রশ্ন হচ্ছে সাংবাদিকরা যদি তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন তাহলে বছরের-পর-বছর সরকার কেন তাদেরকে বেতন দিয়ে রেখেছেন। তথাপিও যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের নেই ন্যূনতম ইঞ্জিন সম্পর্কে জ্ঞান। মাঝে মধ্যেই দেখা যায় সার্কেল তিনের লোকদেখানো কিছু অভিযান। এছাড়াও বিআরটিএ ঢাকা মেট্রো ৩ সম্পর্কে রয়েছে অজস্র অনিয়মের অভিযোগ। পর্যায়ক্রমে অনুসন্ধানের মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here