উত্তরায় চাঁদা না দেওয়ায় শিক্ষককে কথিত সাংবাদিকের হুমকি, থানায় জিডি

0
275
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর উত্তরায় চাঁদার টাকা না দেওয়ায় এক শিক্ষককে হুমকি দিয়েছেন কথিত এক সাংবাদিক। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
উত্তরা পূর্ব থানা পুলিশের একটি সূত্র শনিবার (২০ এপ্রিল) রাতে এসব তথ্য জানিয়েছে।
এর আগে ভুক্তভোগী উত্তরা ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসাইন রিয়াজ বৃস্পতিবার ওই কথিত সাংবাদিক রাসেল হাসান ওরফে বরিশাইল্ল্যা হাসানের বিরুদ্ধে একটি জিডি করেন। যার জিডি নম্বর- ৮৩০ (তাং- ১৮-০৪-১৯)।
ভুক্তভোগী ওই চেয়্যারম্যান জানান, গত ১২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টায় আজ্ঞাত ২ জন নারী কলেজে দাওয়াত কার্ড নিয়ে আসে। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২২ বছর হবে। পরবর্তীতে তারা টাকা দাবি করেন। তারা জানান, তাদেরকে হাসান নামের একজন সম্পাদক পাঠিয়েছেন।
ওই সময়ে আমি মিটিংয়ে থাকার কারণে তাদেরকে পরবর্তীতে ওই সম্পাদকের সাথে কথা বলব জানালে তারা চলে যায়। এরপর রাত আনুমানিক ১২টার দিকে একটি এয়ারটেল নম্বর থেকে হাসান নামের এক জন ফোন করেন। তিনি নিজেকে সাংবাদিক দাবি করেন। তখন সে বলে, ‘ভাই কাজটা ঠিক করেন নাই। আমি আপনার কাছে ২ জন মেয়ে পাঠায়েছি টাকার জন্য। টাকা না দিলে আপনার সমস্যা হবে।’
পরে হাসান কলেজে এসে বলে, টাকা না দেওয়ার কারণে তাদেরকে ওই মেয়েদের মাধ্যমে বিভিন্ন মিথ্যা মামলা দিবে। সেই সাথে তার বিভিন্ন গণমাধ্যমে তা প্রচার করা হবে। এমতাবস্থায় আমি কোন উপায় না পেয়ে নিরাপত্তা জনিত কারণে থানা পুলিশকে অবগত করি। সেই সাথে একটি সাধারণ ডায়েরিও করি।
চেয়্যারম্যান বলেন, পরবর্তীতে আমি কলেজের সিসি ক্যামেরা চেক করে দেখি, ওই হাসানই তাদেরকে মোটর সাইকেলে করে নিয়ে এসে কলেজে ঢুকিয়ে দিয়েছে। পরে তারা বের হলে, সে-ই আবার তাদেরকে মোটরসাইলে করে নিয়ে গেছে। এছাড়াও হাসানের ফেসবুক আইডিতে খোঁজ করে জানতে পারি, দুই মেয়ের এক জন তার বউ, অন্যজন তার শ্যালিকা।
এদিকে পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, হাসানের যেই কথা সেই কাজ। তার তথ্যমত তার শ্যালিকা আসমা আক্তারকে দিয়ে খারাপ আচরণের অভিযোগ এনে একটি জিডি করেন। যার নম্বর ৮৪৩ (তাং-১৮/০৪/১৯)।
জিডিতে আসমা উল্লেখ করেন, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলরের নির্দেশে কমার্স কলেজের চেয়ারম্যানের কাছে গেলে তিনি খারাপ আচরণ করেন।
এদিকে ৪৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোতালেব মিয়া বলেন, ‘আমি কোন অনুষ্ঠানের জন্য কাউকে কার্ড দিয়ে কারো পাছে পাঠাই নি। যারা গেছে তারা প্রতারক। আমার নাম ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।’
অপরদিকে জিডিতে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে পারভিন আক্তার নামের এক নারী ফোন রিসিভ করেন। তিখন তিনি জানান, আসমা আক্তার তার ছোঠ মেয়ে। তিনি তার বড় মেয়ে সালমার স্বামী হাসানের সাথে ২/৩ মাস যাবত ঘুরোঘুরি করেন। মেয়ে জামাই তাকে চাকরি দিবেন বলে জানি।
যোগাযোগের কিছুক্ষণ পরই প্রতিবেদকের মোইলে ফোন দেন আসমা আক্তার। জিডি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ওনি আমার সাথে মিস বিহ্যাব করেছিল বলে জিডি করেছি। মিস বিহ্যাবের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা ওনাকে ইনভাইট করতে গিয়েছিলাম। নববর্ষ উপলক্ষে কার্ড দিয়ে গিয়েছিলাম। তখন সে টাকা না দিয়ে মিস বিহ্যাব করে।’
অপরদিকে প্রতিবেদককে সাংবাদিক রাকিব পরিচয় দিকে এক ব্যাক্তি মুঠোফোন করেন। তিনি বলেন, ‘আমি একটি পত্রিকার উত্তরা প্রতিনিধি, একটি পত্রিকার সম্পাদক ও আরো কিছু পত্রিকার সাথে আছি। তিনি জানান, যেই সাপ্তাহিক পত্রিকার সম্পাদক তা মতিঝিলের সোনালী প্রেস থেকে ডিকলারেশন নেওয়া হয়েছে। অপরদিকে ফোন করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিজের খাইছি তো, আপনারটা খাই নাই। যদি আপনার টা খাইতাম তাহলে আমি নিজে বলতা ‘ বলে ফোন কেটে দেন তিনি।
এদিকে জিডির তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এদিকে দক্ষিণখান থানার এক পুলিশ পরিদর্শক জানিয়েছেন, ‘এক আনসার সদস্যের কাছে একই কায়দায় চাঁদাবজি করার অভিযোগে থাকে ইহিপূর্বে দক্ষিণখান থানা পুলিশ আটক করে। পরে সে দক্ষিণখান থানার তৎকালীন ওসি তপন চন্দ্র শাহার কাছে আর কখনো চাঁদাবাজি করবেন না মর্মে একটি মুছলেখা দিয়ে ‍মুক্তি পান।’
অপরদিকে উত্তরখান থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘উত্তরখান থানাধীন প্রমি গ্রুপে গিয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি জিডি করা হয়েছিল। সেই সাথে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়েও একটি অভিযোগ দিয়েছিল প্রমি কর্তৃপক্ষ।’
এদিকে উত্তরার বিভিন্ন পেশার লোকজন জানান, ‘উত্তরাতে ব্যাঙ্গের ছাত্রা মত সাংবাদিক গজিয়ে উঠছে। যাদের নেই কোন শিক্ষাগত যোগ্যতা। নেই কোন পরিচয়। চায়ের দোকানদার থেকে শুরু করে হকার, ড্রাইভার, অটোচালক থেকে সবার কাছেই মিলছে পত্রিকার কার্ড। এছাড়াও মাদক ব্যবসায়ী ও দেহ ব্যবসায়ীরাও সাংবাদিক বনে গেছেন। বাদ পড়ে নি পুলিশের সোর্সও।
তারা দাবি করে বলেন, ‘সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। যদি এমন জঘন্য ব্যাক্তিরা সাংবাদিক পরিচয় দেয়, তাহলে দিন দিন এর সম্মান ক্ষুন্ন হতে থাকবে। তাই অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহব্বান জানান তারা।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here