Daily Gazipur Online

উত্তরায় প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রনে

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উত্তরা স্টেশনের দু’টি ইউনিট প্রায় পৌনে ১ ঘন্টার চেণ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৯ মিনিটের সময় উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর ১০/এর রোডের ১৯ নম্বর ৬ষ্ঠতলা বাড়ির নিচ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উত্তরা স্টেশনের স্টেশন অফিসার মো: হানিফ আজ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৯ মিনিটের সময় উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর ১০/এর রোডের ১৯ নম্বর ৬ষ্ঠতলা বাড়ির নিচ তলায় এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে খবর পেয়ে উত্তরা স্টেশন থেকে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে রাত ২টা ১৪ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রনে আনে।
মো: হানিফ আরও জানান, ওই বহুতল ভবনের পিছনে নিচ তলার বারান্দায় রক্ষিত প্লাস্টিকের মালামাল রাখা গোডাউনে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং এতে বিভিন্ন ধরনের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিকের নাম খোরশেদ আলম। তার বাড়ির পাশে একটি নির্মানাধীন ভবন রয়েছে। বিডি কিংবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ।