Daily Gazipur Online

উদীচী টঙ্গী শাখা সংসদের ত্রয়োদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে শুক্রবার সকাল ১০টায় মামদী মোল্লা স্কুলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টঙ্গী শাখা সংসদের ত্রয়োদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীত ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টঙ্গী শাখা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক মাতবর। আলোচনা অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রিয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টঙ্গী শাখা সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. সামসুল বারী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাজীপুর জেলা সংসদের সভাপতি ডা. রতিশ কুমার দেবনাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী প্রতিষ্ঠাতা সভাপতি এড. শওকত আলী, সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধন, সাংগঠনিক সম্পাদক ও নাট্যভূমি’র প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজাহান শোভন , প্রমুখ। আগামী ২ বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন সভাপতি মাধব আচার্য, সহ-সভাপতি অধ্যাপক ড. সামসুল বারী, শহিদুল্লাহ ভূইয়া স্বপন, সাধারণ সম্পাদক উজ্জল লস্কর, সহ-সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, নাট্য সম্পাদক মো: মনজিল হাসান, নৃত্য সম্পাদক সুরাজ মাহমুদ, সঙ্গীত সম্পাদক বিভূতীভূষন দাস, অর্থ সম্পাদক লিসা জামান, দপ্তর ও প্রচার সম্পাদক আকাশ রঞ্জন, নির্বাহী সদস্য আব্দুল খালেক মাতবর, এড. প্রনব কুমার সরকার তপন, রেবা রানী পপি, অশেষ রায় ও আরমান খান।