উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের প্রস্তুতি

0
287
728×90 Banner

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: জাতীয় একাদশ সংসদ নির্বাচনের রেশ না কাটতেই এবার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীরা প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের প্রার্থিতার কথা তুলে ধরতে শুরু করেছেন। অনেকে দলীয়ভাবে মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন।
স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, জেলা আওয়ামী লীগ ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছেন তারা। তবে এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি। শেষ পর্যন্ত স্থানীয় এমপি’র আস্থা যার ওপর থাকবে তিনিই মনোনয়ন পাবেন, এ ব্যাপারে সংশয় নেই। উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে আগাম বার্তা ভোটারদের কাছে দিচ্ছেন।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আ’লীগের সহ সভাপতি অ্যাড: আমানত হোসেন খান, বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাড: রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জান আসাদ, উপজেলা আ’লীগ সদস্য আব্দুল মজিদ দর্জী, জেলা আ’লীগ সদস্য ইঞ্জিনিয়া হামিদুল হক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলমগীর হোসেন আকন্দ সহ উপজেলা আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেবেন বলে জানা গেছে।
মনোনয়ন প্রত্যাশী যুবলীগের সভাপতি সেলিম বলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার জীবনের সবটুকু সময় ব্যয় করে এসেছি। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন চাইব। দলের দুঃসময়েও সাথে ছিলাম। আশা করি আমাকে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দেয়া হবে। আমার রাজনৈতিক অভিভাবক হলেন মাননীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি তিনি মনোনয়ন দিলে নির্বাচন করবো। কাজ করেছি দলের হয়ে, দলের হয়ে আজীবন মানুষের সেবা করতে চাই। তাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশা করছি। মনোনয়নের ব্যাপারে ওনার সিদ্ধান্তই চ‚ড়ান্ত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here