Daily Gazipur Online

উর্বশী’র গোসলের ছবি ভাইরাল

ডেইলি গাজীপুর বিনোদন: বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী উর্বশী রাউতেলা বর্তমানে ব্যস্ত রয়েছেন বেশ কিছু ছবির কাজ নিয়ে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এ নায়িকা। হরহামেশাই তিনি নতুন কিছু পোস্ট করে থাকেন এ মাধ্যমে। তারই ধারাবাহিকতায় স¤প্রতি অন্যরকম একটি পোস্ট করলেন তিনি। ইনস্টাগ্রামে এমন একটি ছবি শেয়ার করেছেন উর্বশী, যেটা দেখে ভক্তরা হয়েছেন শিহরিত। কেননা ছবিটি ছিলো গোসলের । ছবিটিতে দেখা যায়, উর্বশী শাওয়ারের তলায় দাঁড়িয়ে আছেন। আর শরীর বেয়ে টুপ টুপ করে গড়িয়ে পড়ছে পানি। এমন আবেদনময়ী রূপের ছবি তাই ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। এদিকে উর্বশী বর্তমানে অভিনয় করছেন ‘পাগলপান্তি’ সিনেমায়। এতে তিনি অভিনয় করছেন জন আব্রাহামের বিপরীতে। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে।