Daily Gazipur Online

এইচ আইভি এইডস প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মোঃ বায়েজীদ হোসেন : বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক পরিচালিত গাজীপুর ডিআইসি এর আয়োজনে গাজীপুর সিভিল সার্জন অফিসে সোমবার দুপুরে এইচ আইভি এইডস প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ডিআইসি ম্যানেজার ভবেন্দ্র নাথ মল্লিক। সভায় বক্তব্য রাখেন ডাঃ মাহামুদা আক্তার, মেডিকেল অফিসার, গাজীপুর সিভিল সার্জন অফিস, খান মোহাম্মদ আবুল কসেম, ওসি (RO9), গাজীপুর, মোঃ নুরুল ইসলাম, হেল্থ এডুকেশন অফিসার, সিভিল সার্জন অফিস, গাজীপুর। এসময় উপস্থিত ছিলেন সাংবাদি, আইনজীবি, ইমাম, আইন প্রয়োগকারী সংস্থা, হিজরা সম্প্রদায়ের সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সকলেই এইচ আইভি এইডস প্রতিরোধে প্রত্যয় ব্যক্ত করেন ও এইচ আইভি/এইডস প্রতিরোধে গাজীপুর ডিআইসিকে সার্বিক ভাবে সহযোগীতার অশ্বাস প্রদান করন।