
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ কোভিড-১৯ নামের অদৃশ্য এক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে সারা পৃথিবী । সাধারণ রোগীদের পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছেন চিকিৎসকরাও । করোনা মোকাবেলায় বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের নানা সংকট ও অব্যবস্থাপনার মাঝেও জীবন বাজি রেখে দৃঢ় মনোবল নিয়ে ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন অনেক চিকিৎসক । কেউ কেউ এ যুদ্ধে নেমেছেন সপরিবারে । করোনা যুদ্ধে মানুষের সেবায় এমনই দৃষ্টান্ত গড়েছেন, রূপসী বাংলা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সামসুল হক আলম ( ডি, এম, এ ও আর, এম, পি ঢাকা ) । তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই রূপসী বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ সাজিদ হাসান রানা এম বি বি এসের দ্বারা গঠিত সরকার অনুমোদিত মেডিকেল টিমের একজন সদস্য হন । তার পর থেকেই রূপসী বাংলা ফাউন্ডেশনের গঠিত মেডিকেল টিমের নের্তৃত্বে তিনি করোনাকালে শুধু নির্দেশনা নয়, করোনা উপসর্গ নিয়ে সাহায্য প্রার্থী মানুষের ত্রাণকর্তায় পরিণত হয়েছেন । আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার ব্যবস্থা, মোবাইল অ্যাপের মাধ্যমে পরামর্শ, করোনা ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া, করোনায় আক্রান্তদের বাড়ি লক ডাউন থেকে শুরু করে প্রতিটি কাজে নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। পরিবারের সদস্যদের মায়া ত্যাগ করে রাত-দিন কাজ করছেন দেশের তরে, মানবতার জন্য । দায়িত্ববোধ ও পেশাগত দায়বদ্ধতার প্রতি অবিচল থেকে কাজ করে যাচ্ছেন ডাঃ সামসুল হক আলম । তিনি বলেন, বর্তমানে এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না । তবে এই দুরাবস্থায় মানুষের জন্য কিছু করতে পেরে গর্ববোধ করছি। আমি সবার কাছে দোয়া চাই। কোভিড যোদ্ধা ডাঃ সামসুল হক আলমকে নিয়ে পরিবারের সদস্যদের মনে যতটা না ভয় কাজ করে, তারচেয়েও বেশি গর্ববোধ করেন তার পরিবারের সদস্যরা । দেশের জন্য কাজ করা করোনাযোদ্ধা ডাঃ সামসুল হক আলম এখন গর্বিত । তিনি বলেন, মানবতার এ ক্রান্তিলগ্নে আমরা চিকিৎসকরা করোনার বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হব বলে বিশ্বাস করি । প্রথম প্রথম একটু ভয় লাগত; কিন্তু মানুষের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, সাহস বাড়িয়ে দিয়েছে ওদের জন্য সত্যিই গর্ববোধ করি ।
