Daily Gazipur Online

একসঙ্গে পাঁচ নাটকে তিশা

ডেইলি গাজীপুর বিনোদন: একসঙ্গে পাঁচটি নাটকের শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় উড়াল দিলেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ‘ব্রেকআপ’, ‘ফ্রেন্ডস ভার্সেস চিটার’, ‘ফিরে আসি বারবার’, ‘দেখা হবে আবারও’ এবং ‘মাকে দেওয়া কথাটা’ শিরোনামের এক ঘণ্টার এই নাটকগুলোতে দেখা যাবে তাকে। এই নাটকগুলোতে তিনি থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে। নাটকগুলো পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্না। গেল ৭ই মার্চ তিশা বংলাদেশ ছাড়েন। ২৪শে মার্চ এই অভিনেত্রীর দেশে ফেরার কথা রয়েছে।