Daily Gazipur Online

এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের টঙ্গীতে বিশিষ্ট সমাজ সেবক হাজী মোহাম্মদ হাসান উদ্দিনের উদ্যোগে শতাধিক এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও করোনা সচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) বিকালে টঙ্গীর বড় দেওড়া মধ্যপাড়া এলাকায় জামেউল উলূম আব্বাছিয়া নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় শতাধিক এতিম শিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, জামেউল উলূম আব্বাছিয়া নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মো. শওকত আলী সরকার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এসময় হাজী মোঃ হাসান উদ্দিন বলেন করোনা মহামারিকালে সামাজিক দায়বদ্ধতা থেকে এতিমদের পাশে দাড়িয়েছি। যেহেতু আমি একজন এতিম তাই তাদের কষ্টটা আমি বুঝি। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ এতিমদের পাশে দাড়ান। এখান থেকে বেড়িয়ে আসবে আগামী দিনের আলেম, মাওলানা, ইমাম সমাজ। হয়তো এই উছিলায় আল্লাহ আমাদের মঙ্গল করবেন।