Daily Gazipur Online

এবার নতুন শহরে মাহি

ডেইলি গাজীপুর বিনোদন: চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে সংগীতনির্ভর চলচ্চিত্র ‘দাগা’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। তিনি গতকাল বলেন, সিলেটের লোকেশনে শুটিংয়ের পর এবার এমন একটি লোকেশনে মাহি কাজ করবেন যেটা দশ বছর পরের একটি শহর। এমন চিন্তা নিয়েই একটি সেট নির্মাণ করা হবে। ভিন্ন রকম একটি কাজ হতে যাচ্ছে এটি। মাহি জানান, কাজটি করে ভালো লাগছে। আগামি ২৭শে এপ্রিল রাজধানীর মিরপুরের কোক স্টুডিওতে বিশাল এক সেটে এর শুটিং হবে। আমি অপেক্ষায় রয়েছি।
সিনেমার বাইরে গিয়ে নিজেকে একটু অন্যভাবে আবিষ্কার করতে পারছি এবার। শুটিংয়ের সেটে ভিন্ন এক শহরের দেখা মিলবে। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে মাহির বিপরীতে এখানে ইয়াশ রোহান কাজ করছেন। ‘দাগা’-এর টাইটেল গানটি গাইবেন কণ্ঠশিল্পী ধ্রæব গুহ। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। এর সংগীতায়োজনে আছেন তরিক আল ইসলাম। উল্লেখ্য, মাহি অভিনীত ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’,‘অগ্নি’, ‘অগ্নি টু’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’, ‘মনে রেখো’, ‘পবিত্র ভালোবাসা’সহ বেশকিছু ছবি মুক্তি পেয়েছে।