Daily Gazipur Online

এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উদযাপন

মোঃরফিকুল ইসলাম মিঠু: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ের ন্যায়ার ফ্যালকন টাওয়ার সপ্তম তলায় হোটেল ইম্পেরিয়েম , গত বৃহস্পতিবার সন্ধ্যে ৭ ঘটিকায় উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়,বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্বা আব্দুর রশিদ, অবঃ সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডাক্তার আব্দুল আউয়াল বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার লতিফুর রহমান ও সোমা জিৎ সিং নির্বাহী সচিব বাংলাদেশ মনিপুরা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম হাসান, আরো উপস্থিত ছিলেন এম এ রাজ্জাক, ডি এম পারভেজ সদস্যসচিব বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কে আর খান মুরাদ নির্বাহী সম্পাদক দৈনিক মুক্ত বাংলা, আবু বক্কর সিদ্দিক তদন্ত কর্মকর্তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, বিশিষ্ট সাংবাদিক মোঃ আবুল হাশেম, মোঃ মোরশেদ, সুশীল সমাজের অনান্য লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা এম এ ওয়াজেদ মিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে তার স্মৃতিচারণ করেন, উক্ত আলোচনা সভা মধ্যান্ন ভোজের মাধ্যমে সমাপ্ত করা হয়।