এলিফ্যান্ট রোড থেকে ৫০ লাখ টাকার হেরোইনসহ স্বামী স্ত্রী আটক

0
315
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ৫০ লাখ টাকার হেরোইনসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‍্যাব-২ এর একটি দল।আটককৃতরা হলেন- হাবিবুর রহমান বাবু (২৯) ও দিলরুবা দিপা (২৭)।
এলিট ফোর্স র‍্যাব-২ এর পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল জানতে পারে যে, রাজধানীর এলিফ্যান্ট রোডে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হেরোইনের একটি চালান পাচার হচেছ। এমন খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী’র নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‍্যাব সদস্যরা কুরিয়ার সার্ভিসে আম ও প্রেশার কুকারের ভিতরে করে পাচার হয়ে আসা আধা কেজি (৫শ গ্রাম) হেরোইন সহ হাবিবুর রহমান বাবু (২৯), দিলরুবা দিপা (২৭)কে আটক করে। তারা উভয়েই স্বামী স্ত্রী বলে জানা গেছে। চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাকপাড়া গ্রামে তাদের বাড়ি।
পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী আজ বলেন, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্যাদি প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছিল।
তিনি আরও জানান, তারা স্বামী স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে উভয়েই শাড়ী ও লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। কুরিয়ারের মাধ্যমে তারা প্রতি মাসে ৩ থেকে ৪ টি করে চালান নিয়ে আসতো এবং প্রতি চালানে তারা ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকার হেরোইন আনতো বলে স্বীকার করেছে। এ বিষয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here