ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে ভূমি ব্যবস্থাপনায় টঙ্গী রাজস্ব সার্কেল এসিল্যান্ড হিসেবে গত ২০২৩ সালের ১৫ই মার্চ যোগদান করেন তামান্না রহমান জ্যোতি। সরকারী কর্মকর্তা হিসেবে তিনি এক বছরে গাজীপুরের টঙ্গী সার্কেলে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার যোগদানের সময় ৬৫০টি মিস কেস ছিলো কিস্তু তার আন্তরিকতায় প্রোমশন নিয়ে যাওয়ার বেলায় মাত্র ২৫৩টি তে নেমে আসে মিস কেস্। ভূমি সেবায়, সেবা প্রার্থীদের ভোগান্তি কমাতে ৪৫ দিনের নামজারী কমিয়ে করেছেন ২৮ দিনে। টঙ্গী সার্কেলের কাশিমপুর, টঙ্গী ও গাছাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ একর সরকারী সম্পত্তি (খাস জমি) দখল মুক্ত করেছেন। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। যোগদানের পর থেকে অফিসকে ঘুষ ও দালাল মুক্ত করার ঘোষণা দেন। পাাশাপাশি সাধারন মানুষকে সহজে সেবা দিতে বেশ কিছু ভালো উদ্যোগ গ্রহন করেন। সেবা গ্রহিতারা যেন অল্প সময়ে সহজেই সেবা পেতে পারেন তাই তামান্না রহমান জ্যোতি’র দপ্তরকে সাধারন মানুষের জন্য উন্মুক্ত করে সকল শ্রেণীর মানুষের কথা শুনে সেবা প্রার্থীদের সেবা দিতেন। তিনি বলেন, আমি গাজীপুরে যোগদান করার পরে অফিসে এসে ভূমি সেবায় দালালদের আনা-গুনা দেখতে পাই। আমি তা শক্ত হাতে দমন করি। আমার সময়ে কোন দালাল আশ্রয় প্রস্রয় পায়নি। দালাল চক্ররা সকল সময়ই আমার উপরে ক্ষিপ্ত ছিলো। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি। বাকি জীবন মানুষের সেবা করার চিন্তা মাথায় রেখেই কর্ম করে চলেছি। সাধারণ মানুষ যেন দালাল দ্বারা প্রতারিত না হয় সে জন্য সাধারণ মানুষের জন্য সব সময় তার চেম্বার উন্মুক্ত রাখা ছিলো। দূর দূরান্ত থেকে অনেক মানুষ তার অফিসে এসে তাদের সমস্যার কথা বলে সমাধান নিয়ে যেতেন।
এসিল্যান্ড জ্যোতি টঙ্গীতে শত কোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার করলেন
