ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’র আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ বলে ওয়াসার এমডি যে দাবি করছেন, তা আমরা প্রত্যাখ্যান করছি। ওয়াসার উত্তোলিত পানি পরিশোধিত হলেও সরবরাহকৃত পানি কোন ভাবেই বিশুদ্ধ নয়। সাম্প্রতিক হাসপাতালসমূহে পানিবাহিত রোগীর সংখ্যা অত্যন্ত বেশি। টিআইবি’র গবেষণা সঠিক না বেঠিক এ বিষয়ে আমরা কোন বিতর্কে যেতে চাই না। কিন্তু বাস্তবতা হচ্ছে, ওয়াসার এমডি নিজেও সরাসরি ওয়াসার সাপ্লাইয়ের পানি পান করবেন না। শুধু তিনি কেন ঢাকা শহরের মোটামুটি সচেতন কোন নাগরিকই ওয়াসার পানি সরসরি পান করেন না। সবাই ফুটিয়ে বা ফিল্টার করে পান করেন। সরবরাহ লাইনের বেহাল দশা, সরবরাহ লাইন তদারকি না করা, বিভিন্ন বাড়ির মালিক কর্তৃক বাড়ির পানির ট্যাংকি দীর্ঘদিন পরিষ্কার না করা এ পানি দূষণের অন্যতম কারণ। আমাদের কাছে এমন শত শত বাস্তব উদাহরণ রয়েছে, যাদের সাপ্লাইয়ের পানিতে দুর্গন্ধ বা ময়লার অস্তিত্ব পাওয়া গিয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিভিন্ন সময়ে দেখেছি ওয়াসার পানির এই দুরবস্থা। ওয়াসার এমডি’র বক্তব্যের প্রেক্ষিতে তাঁর কাছে আমাদের প্রশ্ন যদি নগরীর বাসিন্দারা আজ থেকে ওয়াসার পানির পান করে অসুস্থ হন, তাহলে তার দায়ভার কি তিনি বহন করবেন? আমরা মনে করি, ওয়াসার পানি বিশুদ্ধ কি না তা নিয়ে টিআইবি’র সাথে তর্কযুদ্ধে যাওয়া টা বোকামী ছাড়া আর কিছুই নয়। টিআইবিসহ বিভিন্ন সংগঠনের গঠনমূলক সমালোচনাকে আমলে নিয়ে নিজেদের অব্যবস্থপনা দূর করাই শ্রেয়। সবাই মিলে কিভাবে আমরা সুস্থ্য ও সুন্দর থাকতে পারি তাই হোক আমাদের অঙ্গীকার।