করোনাভাইরাস প্রতিরোধে তৎপর সেনা ও নৌবাহিনী

0
169
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে সচেতনতামূলক কার্যক্রম ও ত্রাণ বিতরণ করেছে সেনা ও নৌবাহিনী। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিভিন্নস্থানে সরকারের নির্দেশনা না মানায় সেনাসদস্যরা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শেষে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়ে ছেড়ে দেয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় ভাসানচরে জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম ও ত্রাণ সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।
বাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় ভাসানচরে নৌবাহিনীর সদস্যরা নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় দরিদ্র জেলে, রাখাল ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।
এছাড়াও করোনার প্রকোপ থেকে ভাসানচরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গত ২৪ মার্চ থেকে ভাসানচরকে লকডাউন করা হয়। পাশাপাশি ভাসান চরের অভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখার জন্য নৌবাহিনীর সদস্যরা প্রকল্পের কাজে নিয়োজিত প্রকৌশলী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় জেলে ও রাখালদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা এবং যথাসম্ভব জনসমাগম পরিহার করে সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করে।
এছাড়াও নৌবাহিনীর পক্ষ থেকে ভাসানচরে অবস্থানরত সবাইকে মাস্ক বিতরণ করা হয়। পরে ভাসানচরের প্রায় শতাধিক শ্রমজীবী মানুষ, স্থানীয় দরিদ্র জেলে ও রাখালদের মধ্যে চাল, ডাল, চিড়া, তেল, গুড়, চিনি এবং মিনারেল ওয়াটারসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here