
ডেইলি গাজীপুর প্রতিবেদক: সুখবর দিলো দেশের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) এবং সানোফি। মঙ্গলবার (১৪ এপ্রিল) তারা করোনাভাইরাসের বিপক্ষে লড়তে একটি ভ্যাকসিন তৈরি করার কথা জানিয়েছে।
গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) এবং সানোফির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হবে। এটি সফল হলে ভ্যাকসিনটি ২০২১ সালের দ্বিতীয়ার্ধে পাওয়া যাবে। সানোফির এস-প্রোটিন এন্টিজেন্ট এবং জিএসকের মহামারী অ্যাডজভান্ট প্রযুক্তি সংযুক্ত করে ভ্যাকসিনটি তৈরি করা হবে।
অ্যাডজভেন্টস হলো কার্যকারিতা বুস্ট যা অনেকগুলি ভ্যাকসিনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিরোধের প্রতিক্রিয়া বাড়ানোর জন্য কয়েকটি ভ্যাকসিনগুলিতে একটি অ্যাডজভান্ট যুক্ত করা হয় এবং এটি কেবলমাত্র ভ্যাকসিনের চেয়ে সংক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী অনাক্রম্যতা তৈরি করতে দেখা গেছে।






