Daily Gazipur Online

‘করোনার সময় মনোবল বাড়ানো খুব জরুরি’

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কারোনাভাইরাসের মহামারির এই সময়ে সবার এখন ঘরবন্দী। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সবার চোখ এখন টিভি পর্দায়। এই সময়ে বিনোদনের মাধ্যম হিসেবে অনলাইন প্লাটফর্মগুলো সবার নজর কেড়েছে। এবার এই অনলাইন ভিডিও প্লাটফর্ম ‘হইচই’-এ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘কাঠবিড়ালী’ ছবিটি।
এ ব্যাপারে স্পর্শিয়া বলেন, ‘পুরো বিশ্বে এখন খারাপ একটা সময় যাচ্ছে। করোনাভাইরাসের কারণে মানুষ এখন ঘরবন্দী। অনেকের মধ্যেই হতাশা কাজ করছে, মনোবল ভেঙে যাচ্ছে। আমি মনে করি, এই সময় মনোবল বাড়ানো খুব জরুরি। এ ক্ষেত্রে ডিজিটাল প্লাটফর্মগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘সিনেমার ডিজিটাল প্লাটফর্ম আমাদের জন্য আশীর্বাদ। এই সময়ে তা স্পস্ট বোঝা যাচ্ছে। এই মাধ্যমে আমার “কাঠবিড়ালী” ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। যারা এখনো ছবিটি দেখেননি, তাদের দেখার আমন্ত্রণ রইল। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’
চলতি বছর ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ ছবিটি। এতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর। এতে আরও অভিনয় করেছেন- সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান প্রমুখ।
এদিকে, লকডাউনের দিনগুলো স্পর্শিয়া কীভাবে পার করছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘লকডাউনের দিনগুলো পরিবারের সঙ্গেই মজা করে কাটানো হচ্ছে। পাশাপাশি প্রচুর বই পড়ছি আর মুভি দেখছি। এ ছাড়াও ঘরের কাজ আর রান্নার হাতটা একটু পাঁকা করছি। মোট কথায়, লকডাউনের সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি।’