Daily Gazipur Online

করোনায় সৌদি প্রিন্সের মৃত্যু

ডেইলি গাজীপুর ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের রাজ পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর এ খবর প্রকাশ করেছে।
সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের রয়্যাল কোর্ট প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যু হয়। কিন্তু কোর্টের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। তবে বলা হচ্ছে, আবদুল আজিজের মৃত্যুর পর রাজ পরিবারের অনেক সদস্যই হাসপাতাল কিংবা নিজে বাসভবনে করোনার চিকিৎসা নিচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াদের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে রাজ পরিবারের দেড়শ জন আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, তেল সমৃদ্ধ দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে সাতশরও বেশি মানুষের।