ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাস থেকে রক্ষা পেতে একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি কোনো প্রকার দায়বদ্ধতা দেখাচ্ছে না বিএনপি। দেশের সংকটকালীন সময়ে বিএনপির যে ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা তা থেকে সরে আছে বিএনপি। এমন প্রেক্ষাপটে তাদের পলায়নপর নীতির কারণে আগামী দিনে ভোটের রাজনীতিতে চরম মূল্য দিতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
করোনা সংকটে বিএনপি নেতাদের অপেশাদার রাজনীতির কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
এই প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বলেন, দেশ ও জনগণের সংকটে পাশে দাঁড়ানো রাজনৈতিক দলের অন্যতম কর্তব্য। কিন্তু করোনা সংকটে বিএনপির তেমন দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না। তাদের রাজনীতি আবর্তিত হচ্ছে বেগম জিয়াকে কেন্দ্র করে। নেত্রী মুক্তি পেয়েছেন, সুতরাং তাদের আর কোনো দায় নেই। এটি কিন্তু স্বার্থপর রাজনীতির লক্ষণ।
তিনি আরো বলেন, বিএনপির জনসমর্থন তো প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। করোনায় কিন্তু জনগণের পাশে দাঁড়িয়ে হারানো সমর্থন ফিরে পাওয়ার সুযোগ ছিলো তাদের। কিন্তু এ নিয়ে তারা মোটেই সচেতন নয়। সচেতন হলে দেশ ও জনগণের এমন সংকটে কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে পারতেন না। জনগণের পাশে না দাঁড়ানোর কারণে ভোটের রাজনীতিতে আগামীতে বিএনপিকে চরম মূল্য দিতে হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, রাজনৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিএনপি।
এমন প্রেক্ষাপটে করোনা নিয়ে বিএনপির দৃশ্যমান পরিকল্পনা না থাকার কারণ জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আমরা নেত্রীকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তবে দেশ ও দশের কথাও কিন্তু আমরা ভুলিনি। আমাদের নেতা-কর্মীদের অর্থ সংগ্রহ করার নির্দেশনা দিয়েছেন ম্যাডাম জিয়া। শিগগির আমরা কমিটি করে দেশব্যাপী খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করবো। সেটির জন্য আমরা একটু নেব- এই আরকি। কিন্তু আমরা জনগণের পাশে নেই তা বললে ভুল হবে।
তিনি আরো বলেন, সংকট ও এর গভীরতা বিবেচনা করে আমরা মাঠে নামবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সময় হলেই ঠিকই আমরা জনগণের পাশে দাঁড়াবো!