Daily Gazipur Online

করোনা কালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বঙ্গবন্ধু শিশু কল্যাণকেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকতে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং করোনা কালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২রা জানুয়ারী ২০২১ইং রোজ, শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় ১৫৪, মতিঝিল ওয়াক্ফা মসজিদ ও মাদরাসা প্রাঙ্গনে, (ওয়াপদা বিল্ডিং এর পাশে) ঢাকায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু’র সভাপতিত্বে উক্ত শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, এ্যাড. শামসুল হক টুকু এমপি, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অভি চৌধুরী, প্রেসিডেন্ট, ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেড, ডা. উত্তম কুমার বড়–য়া, যুগ্ম মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, অব্দুল মতিন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, লায়ন মোঃ গনি মিয়া বাবুল এমজেএফ, সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কাজী মাসুদ আহমেদ, সভাপতি, কাজী আরেফ ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবধিকার সংগঠক প্রীতি সারমান, ওয়ার্কস পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল খালেক, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক, আনন্দ কুমার সেন, বঙ্গবন্ধু পরিষদ বিডিবিএল ব্যাংক শাখার সহ সভাপতি মোঃ নেহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। মাওলানা হাসেম, খতিব, মতিঝিল ওয়াক্ফা মসজিদ ও মাদরাসাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমেরিকা বাংলাদেশ ইউনির্ভাসিটি এর ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, বঙ্গবন্ধু ধর্ম রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বছর বাঙালির মুক্তি ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তিনি সবসময় বাঙালি জাতির কল্যাণ কামনা করতেন। তাঁর স্বপ্ন ছিল-বাঙালি আর শোষণ-বঞ্চনার শিকার হবে না। দুঃখ-কষ্ট ভোগ করবে না। তারা খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। তিনি ধর্ম ভিত্তিক রাজনীতির কুফল ও সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষ হত্যা দেখে ধর্ম ও রাজনীতি পৃথক করেন। ধর্ম পবিত্র জিনিস। তাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা সঠিক নয়। এ কথা ভেবে স্বাধীনদেশে দেশ পরিচালনায় ৪টি মূল নীতির ১টি ধর্ম নিরপেক্ষতা সংবিধানে সংযোজন করেন। তিনি এর ব্যাখ্যা এই ভাবে দিয়েছেন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সকল ধর্মের মানুষ নিজনিজ ধর্ম পালনের অধিকার ভোগ করবে। ইসলাম শান্তির ধর্ম। মানবতার ধর্ম। সকল ধর্মের মূলমন্ত্র মানব জাতির কল্যাণ। তাই কোন ধর্মেই মানব জাতির ক্ষতি চাই না। ধর্মে ধর্মে হানাহানি ঠিক না। ইসলাম কথনো সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গী কার্যক্রমকে সমর্থণ দেয় না। এদেশে কিছু ধর্ম ব্যবসায়ী ইসলাম রক্ষার নামে ফতোয়া দেয়। যা ধর্ম অবমাননার সামিল। ইসলাম কে তারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দ্রুত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। তিনি মৌলবাদি শক্তির বিষ দাঁত ভেঙ্গে দিয়ে মহান নেতার আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির ঐক্যবদ্ধভাবে কাজ করা অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল মতিন ভূঁইয়া বলেন, রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তশালী ও সমাজকল্যান মূলক প্রতিষ্ঠান গুলোকে গরীব, দুঃস্ত ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওযার আহ্বান জানান। অভি চৌধুরী বলেন, সমাজের সকল শ্রেনীর মানুষের মানবতার বিপদকালীণ সময়ে যার যার সাধ্যমত জনকল্যাণ মূলক কাজে অংশ গ্রহণ করা উচিৎ। ডা. উত্তম কুমার বড়–য়া বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। লায়ন গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশ যখন বিশ্বসভায় মাথা উঁচু করে দাড়িয়েছে ঠিক সেই সময়ে মৌলবাদি গোষ্ঠি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সমূলে বিনাশ করতে হবে। কাজী আরেফ আহমেদ বলেন, মানবতার কল্যাণ সাধনই বড় ধর্ম। প্রীতি সারমান বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবাধিকার রক্ষা ও আইনের শাসনের জন্য কাজ করে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে মুসফিকুর রহমান মিন্টু বলেন, শিশুদের মধ্যে সামান্যতম শীতবস্ত্র দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি শিশুদের নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশ ও জাতির কল্যাণে মাওলানা আবুল হাসেম, ভাইস প্রিন্সিপ্যাল, মতিঝিল ওয়াকফা মসজিদ-মাদ্রাসার খতিব মোনাজাত পরিচালনা করেন।