Daily Gazipur Online

করোনা দুর্যোগে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি):বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে করোনায় মৃত্যুবরণকারীদের লাশ দাফন-কাফন কার্যে সুরক্ষা সামগ্রী সরবরাহ কার্যক্রমে কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন ০১ জুলাই বুধবার বিকালে সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আবছার, মুহাম্মদ সালামত আলী, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ ইছমাইল, সহ-সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ শহীদ, ছাত্রনেতা মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান প্রমুখ। সুরক্ষা সামগ্রী গ্রহণকালে নেতৃবৃন্দ বলেন, বিশ^ব্যাপী করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশেও মরণঘাতি করোনার আক্রমণ বাড়ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণ মানুষ বিনা কাজে ঘরের বাইরে যাতে ঘুরাফেরা করতে না পারে সেব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। নেতৃবৃন্দ মহামারী করোনা দুর্যোগে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান।