
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম পুলিশ সদস্যদের ইউনিয়ন পরিষদে সেবা প্রদান ও প্রতিরক্ষা বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইএএলজি প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান‘র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পটুয়াখালী মো. হেমায়েত উদ্দিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রিসোর্স পার্সন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আফজাল হোসেন, ডিএফ, ইালেজি প্রকল্পের আ. মোমেন খান প্রমূখ। প্রশিক্ষনে টিয়াখালী, লালুয়া, চম্পাপুর ও ধানখালী এই চারটি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্যকে প্রশিক্ষন দেয়া হয়।
