কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি সদস্যসহ তিন জনকে চোলাই মদসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে মাইক্রোবাস যোগে আসা পথে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে কলাপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, উপজেলার টিয়াখালী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক কবির গাজী, তার স্ত্রী খাদিজা আক্তার রিপা ও মাইক্রোবাস চালক বেল্লাল হোসেন। জব্দ করা হয়েছে ব্যবহৃত মাইক্রো বাস। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, মাইক্রোযোগে এরা তিন জন কুয়াকাটা থেকে চোলাই মদ নিয়ে আসছিল। সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করি।