Daily Gazipur Online

কলাপাড়ায় ঢাকাগামী বাস কাউন্টারে সন্ত্রাসী হামলা তান্ডব ভাংচুর লুটপাট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় ঢাকাগামী মেঘনা পরিবহন বাস কাউন্টারে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১৪/১৫ অজ্ঞাত সন্ত্রাসীর একটি গ্রুপ অতর্কিত হামলা ভাংচুর চালায় বলে ওই কাউন্টারের ইনচার্জ দেলোয়ার হোসেন জানিয়েছেন। এ ঘটনায় রাতে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে কাউন্টারে থাকা টাকাপয়সা লুট করা হয়েছে। এর একদিন আগে ঢাকাগামী হানিফ পরিবহনের কাউন্টারেও হামলার ঘটনা ঘটে।