
মো. ছগির হোসেন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নববধূ ধর্ষণ মামলার মূল আসামি ভাড়াটে মোটর সাইকেল চালক ধর্ষক রফিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে ঢাকার গাজীপুর পুবাইল থানার মিরাবাড়ি এলাকা থেকে পুবাইল থানা পুলিশের সহায়তায় কলাপাড়া থানার এসআই সাখাওয়াত হোসেন, রফিককে গ্রেফতার করে।
রফিকের বাড়ি কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে। তার বাবার নাম হাকিম ফকির। গত ২৪ এপ্রিল রাতে ওই নববধূ স্বামী জাহিদুল ইসলাম সুজন হাওলাদারকে নিয়ে চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামের খালু বাড়িতে বেড়াতে আসেন। স্বামীসহ সজনদের মারধর করে এচক্র নববধূকে বাড়ি থেকে বিলে নিয়ে রফিক ধর্ষণ করে। ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে বাকি নরপশুরা সটকে পড়ে। এ ঘটনায় সুজন হাওলাদার কলাপাড়া থানায় বেতমোর এলাকার দেলোয়ারের ছেলে রাসেল, হাকিম ফকিরের ছেলে রফিক, এছাহাক হাওলাদারের ছেলে খালেক এবং মন্নান গাজীর ছেলে জাফরসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আহত অবস্থায় গৃহবধুকে ওই রাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মূল আসামি গ্রেফতারের পরে এখন বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। ধৃত রফিককে আদালতে প্রেরন করা হয়েছে।






