Daily Gazipur Online

কলাপাড়ায় শান্তিপুর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ সম্পন্ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অবাধ শান্তিপুর্ণ সুষ্ঠু পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণে কোথাও কোন অপ্রীতিকর ঘঁটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। কলাপাড়ায় গড়ে শতকরা ৩০ থেকে সর্বোচ্চ ৪০ ভাগ ভোটার উপস্থিত লক্ষ্য করা গেছে। উপস্থিত ভোটাররা তাদের পছন্দের প্রতীকে ভোট প্রদান করেছেন। রোববার সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে এসব তথ্য মিলেছে। তবে টিয়াখালী ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের এসএম রাকিবুল আহসান ছাড়াও বিদ্রোহী প্রার্থী সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গুনা চলছে।