
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা দরবার হলে কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনে প্রেসব্রিফিং করেন জেলা সিনিয়র তথ্য অফিসার জাকির হোসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রথমআলো প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমূখ। এসময় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
