কলাপাড়া পৌরশহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু 

0
216
728×90 Banner

মো. ছগির হোসেন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের মাঝখান দিয়ে প্রবাহিত একমাত্র খালটির দুইপাড়ে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার সকাল ১০টা থেকে অভিযানে নেমেছে পটুয়াখালী জেলা প্রশাসন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ ও পটুয়াখালী জেলার নির্বাহী মেজিস্ট্রেট এফম মুনিম লিঙ্কন এ অভিযানের নেতৃত্ব দেন।
ইতোমধ্যে দুপুর পর্যন্ত অন্তত ২০-২৫টি স্থাপনা অপসারন করা হয়েছে বলে জানা গেছে। কলাপাড়া পৌরশহরের মাঝখান দিয়ে প্রবাহিত শহরবাসীর প্রাণখ্যাত পারিবারিক বর্জ্যসহ শহরের জলাবদ্ধতা নিরসনের একমাত্র পথ এ খাল উদ্ধারের দাবি ছিল দীর্ঘদিনের। যার প্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে উপজেলা ভূমি প্রশাসন রহমতপুর প্রান্ত থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন। বুধবার তালিকাভুক্ত ৭৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদের টার্গেট নিয়ে অভিযান পারিচালিত হচ্ছে বলে সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানিয়েছেন। পৌরশহরের তিনমুখি প্রবাহিত এখালটিতে অন্তত দুই শ’ অবৈধ স্থাপনা রয়েছে বলে পরিবেশবাদীদের দাবি। ভূমি প্রশাসন ইতোমধ্যে এতিমখানা পুল পর্যন্ত ৭৮টি স্থাপনা উচ্ছেদের জন্য তালিকা প্রস্তুত করে সরিয়ে নেয়ার জন্য নোটিশ করেছেন। স্বেচ্ছায় স্থাপনার মালিকরা এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার নিজে উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম মনিটরিং করছেন। তিনি জানান, জনস্বার্থে খালটি বাচাঁনো প্রয়োজন। নইলে শহরে বসবাসের উপযোগিতা থাকবেনা। পুলিশ এ অভিযানে সহযোগিতা করছে। পৌরবাসীর দাবি সবার আগে এখালটির সম্মুখভাগ ¯øুইসগেট সংলগ্ন খালের অবৈধ স্থাপনাগুলো আগে অপসারন করা প্রয়োজন। যাতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হতে না পারে। বুধবারের অভিযানে বহু ক্ষতিগ্রস্তরা জানান, তারা নোটিশ পায়নি। নোটিশ পেলে নিজেরাই স্বেচ্ছায় তাঁদের স্থাপনা সরিয়ে নিতেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here