
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি: শুক্রবার বাদজুম্মা বগুড়ার গাবতলী কাগইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক নূর তাজ আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সার্ক চেম্বার অব কর্মাস এর আজীবন সদস্য আলহাজ্ব মাহফুজ সিদ্দিক লিটন।দোয়া মোনাজাতে অংশ নেন সমাজসেবক লুৎফর রহমান, শিক্ষক হারুন অর রশিদ হারুন, লিয়াকত আলী মুনজু, আজমল হোসেন শীষ, সাহাদাব আলী লিটু চৌধুরী, কবি মাহফুজুল হক সুইট, ডাঃ এবিএম আবু সাইদ, মাওঃ সামছুল আলম, মাওঃ জাহিদুল ইসলাম, মাওঃ আশরাফুল ইসলাম, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আবু শাহীন মোল্লা, হাফেজ আহম্মেদ উল্লা, সাগর মিয়া, আব্দুল বাছেদ, এন্তাজ আলী, রাকিব হাসান, সাংবাদিক আল আমিন মন্ডল’সহ মুসল্লীগন প্রমূখ। দোয়া পরিচালনা করেন হাফেজ আহম্মেদ উল্লা ও মাওঃ নজরুল ইসলাম।
